১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তামিম-সাকিবকে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৪ দেখেছেন

তামিম-সাকিব ইস্যু নিয়ে চারদিকে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে চায়ের টেবিলে ঝড়িয়েছে এর উত্তাপ। বিশ্বকাপ দলে না থাকা ও ফেসবুকে ভিডিও বার্তা দেওয়া সবকিছু মিলিয়ে বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল। তামিমের ভিডিও বার্তা দেওয়ার পর বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাতকার দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব-তামিমের এই ইস্যু এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে।

বেসরকারির একটি গণমাধ্যমের দেওয়া সাক্ষাতকারে ২৭ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকা ও অধিনায়কত্ব পাওয়া নিয়েও কথা বলেছেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। যেখানে তামিমের ‘অপেশাদারিত’¡ নিয়েও কথা বলেছেন সাকিব। এই বিষয়গুলো ভালোভাবে নেননি নেটিজেনরা। দীর্ঘ ১৭ বছর ক্যারিয়ারে তামিম ইকবাল বাংলাদেশকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। এছাড়াও নিদাহাস ট্রফিতে দেশের প্রয়োজানে ভাঙ্গা হাতে ব্যাটিং করার কথাও স্মরণ করে দেন নেটিজেনরা।

এছাড়া সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটারাও তামিম-সাকিব ইস্যু নিয়ে মুখ খুলছেন।

অনেকে অবশ্য বিশ্বকাপ শুরুর আগে তামিমের এভাবে বিষয়গুলো সামনে নিয়ে আসায় সমালোচনা করেছেন। তবে, বেশিরভাগই সাকিবের সমালোচনা করছেন। একই সাথে বোর্ডের সমালোচনাও সামনে চলে এসেছে। সমালোচনাকারীদের তালিকায় সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট থেকে শুরু করে যোগ দিয়েছেন সাংবাদিক, ব্লগাররাও। অনেকে ভিডিও পোস্ট করে আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে নিজেদের মতামত তুলে ধরছেন।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

তামিম-সাকিবকে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম

আপডেট : ০৭:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

তামিম-সাকিব ইস্যু নিয়ে চারদিকে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে চায়ের টেবিলে ঝড়িয়েছে এর উত্তাপ। বিশ্বকাপ দলে না থাকা ও ফেসবুকে ভিডিও বার্তা দেওয়া সবকিছু মিলিয়ে বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল। তামিমের ভিডিও বার্তা দেওয়ার পর বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাতকার দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব-তামিমের এই ইস্যু এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে।

বেসরকারির একটি গণমাধ্যমের দেওয়া সাক্ষাতকারে ২৭ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকা ও অধিনায়কত্ব পাওয়া নিয়েও কথা বলেছেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। যেখানে তামিমের ‘অপেশাদারিত’¡ নিয়েও কথা বলেছেন সাকিব। এই বিষয়গুলো ভালোভাবে নেননি নেটিজেনরা। দীর্ঘ ১৭ বছর ক্যারিয়ারে তামিম ইকবাল বাংলাদেশকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। এছাড়াও নিদাহাস ট্রফিতে দেশের প্রয়োজানে ভাঙ্গা হাতে ব্যাটিং করার কথাও স্মরণ করে দেন নেটিজেনরা।

এছাড়া সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটারাও তামিম-সাকিব ইস্যু নিয়ে মুখ খুলছেন।

অনেকে অবশ্য বিশ্বকাপ শুরুর আগে তামিমের এভাবে বিষয়গুলো সামনে নিয়ে আসায় সমালোচনা করেছেন। তবে, বেশিরভাগই সাকিবের সমালোচনা করছেন। একই সাথে বোর্ডের সমালোচনাও সামনে চলে এসেছে। সমালোচনাকারীদের তালিকায় সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট থেকে শুরু করে যোগ দিয়েছেন সাংবাদিক, ব্লগাররাও। অনেকে ভিডিও পোস্ট করে আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে নিজেদের মতামত তুলে ধরছেন।