ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৩৯১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের এটি তৃতীয় জয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজাহতে ৭ উইকেটে বাংলাদেশের ১১৯ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১০৩ রান করতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোস্তারি। বল হাতে ১৫ রানে ২ উইকেট নেন রিতু মনি।

রান তাড়া করতে নামা স্কটল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটান ফাহিমা খাতুন। এগিয়ে এসে খেলতে চাওয়া সাস্কিয়া হরলের স্টাম্প ভেঙে দেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস মারুফা আক্তারের ওভারে বোল্ড হন ব্যক্তিগত ১১ রানে।

অ্যালসা লিস্টার করেন ৫ রান। তার উইকেট নেন রিতু মনি। তখনও গলার কাঁটা হয়ে বিঁধে ছিলেন ওপেনার সারাহ ব্রাইস। অন্যদিকে যথারীতি উইকেট পড়তে থাকে। প্রিয়ানাজ চ্যাটার্জি রানআউট হন। ডারসি কার্টার রিতু মনির শিকার হওয়ার আগে করেন ২ রান। একের পর এক উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেন বাংলাদেশের বোলাররা। লরনা জ্যাক ১৩ বলে ৯ করে বিদায় নিলে ৬ উইকেটের পতন হয় স্কটিশদের। একটু পরই ক্যাথেরিন ফ্রেজারের উইকেট তুলে নেন নাহিদা আক্তার। এর মাধ্যমে ১০০ টি-২০ উইকেট পূর্ণ হয় বাংলাদেশি স্পিনারের।

এদিকে ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজি ছিল ছোট, ১১৯ রানের। মুর্শিদা খাতুন ১৪ বলে ১২ রানের ইনিংস খেলে বিদায় নিলে সাথি রাণি ও সোবহানা মোস্তারিও খেলতে থাকেন চিরাচরিত ধীরস্থির ভঙ্গিতে। ৪২ রানের জুটির পর বিদায় নেন সাথি। ৩টি চার মারা সাথি আউট হন ৩২ বলে ২৯ রান করে। একটু পর গোল্ডেন ডাকে আউট হন চার নম্বরে নামা তাজ নেহার। এ ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে তার। গা গরমের দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৭ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রান করেছিলেন তিনি।

তবে সোবহানা মোস্তারি বড় রানের আশা দেখাচ্ছিলেন। দলীয় ১৬ ওভারে অলিভিয়া বেলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন। সারাহ ব্রাইস স্টাম্প ভেঙে ফেলার আগে ৩৮ বলে ৩৬ রান করেন তিনি।

এছাড়া স্কটিশদের সঙ্গে বিপক্ষে জ্বলে উঠতে পারেনি। ৭ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ৫ রান করে আউট হন তিনি। সাস্কিয়া হরলের ওভারে রিতু মনিও স্টাম্প হারান উইকেটরক্ষকের কাছে। তিনিও করেন ৫ রান। দলপতি জ্যোতি করেন ১৮ রান। ফাহিমার ব্যাট থেকে আসে ৯।

উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ নারী দল প্রথমবার খেলতে নেমে দুই ম্যাচে জিতেছিল। যা ছিল সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে টাইগ্রেসদের সর্বশেষ জয়। এরপর আরেকটি জয় পেতে বাংলাদেশকে আরও ১০ বছর অপেক্ষা করতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয়

আপডেট সময় : ১১:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের এটি তৃতীয় জয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজাহতে ৭ উইকেটে বাংলাদেশের ১১৯ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১০৩ রান করতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোস্তারি। বল হাতে ১৫ রানে ২ উইকেট নেন রিতু মনি।

রান তাড়া করতে নামা স্কটল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটান ফাহিমা খাতুন। এগিয়ে এসে খেলতে চাওয়া সাস্কিয়া হরলের স্টাম্প ভেঙে দেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস মারুফা আক্তারের ওভারে বোল্ড হন ব্যক্তিগত ১১ রানে।

অ্যালসা লিস্টার করেন ৫ রান। তার উইকেট নেন রিতু মনি। তখনও গলার কাঁটা হয়ে বিঁধে ছিলেন ওপেনার সারাহ ব্রাইস। অন্যদিকে যথারীতি উইকেট পড়তে থাকে। প্রিয়ানাজ চ্যাটার্জি রানআউট হন। ডারসি কার্টার রিতু মনির শিকার হওয়ার আগে করেন ২ রান। একের পর এক উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেন বাংলাদেশের বোলাররা। লরনা জ্যাক ১৩ বলে ৯ করে বিদায় নিলে ৬ উইকেটের পতন হয় স্কটিশদের। একটু পরই ক্যাথেরিন ফ্রেজারের উইকেট তুলে নেন নাহিদা আক্তার। এর মাধ্যমে ১০০ টি-২০ উইকেট পূর্ণ হয় বাংলাদেশি স্পিনারের।

এদিকে ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজি ছিল ছোট, ১১৯ রানের। মুর্শিদা খাতুন ১৪ বলে ১২ রানের ইনিংস খেলে বিদায় নিলে সাথি রাণি ও সোবহানা মোস্তারিও খেলতে থাকেন চিরাচরিত ধীরস্থির ভঙ্গিতে। ৪২ রানের জুটির পর বিদায় নেন সাথি। ৩টি চার মারা সাথি আউট হন ৩২ বলে ২৯ রান করে। একটু পর গোল্ডেন ডাকে আউট হন চার নম্বরে নামা তাজ নেহার। এ ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে তার। গা গরমের দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৭ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রান করেছিলেন তিনি।

তবে সোবহানা মোস্তারি বড় রানের আশা দেখাচ্ছিলেন। দলীয় ১৬ ওভারে অলিভিয়া বেলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন। সারাহ ব্রাইস স্টাম্প ভেঙে ফেলার আগে ৩৮ বলে ৩৬ রান করেন তিনি।

এছাড়া স্কটিশদের সঙ্গে বিপক্ষে জ্বলে উঠতে পারেনি। ৭ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ৫ রান করে আউট হন তিনি। সাস্কিয়া হরলের ওভারে রিতু মনিও স্টাম্প হারান উইকেটরক্ষকের কাছে। তিনিও করেন ৫ রান। দলপতি জ্যোতি করেন ১৮ রান। ফাহিমার ব্যাট থেকে আসে ৯।

উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ নারী দল প্রথমবার খেলতে নেমে দুই ম্যাচে জিতেছিল। যা ছিল সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে টাইগ্রেসদের সর্বশেষ জয়। এরপর আরেকটি জয় পেতে বাংলাদেশকে আরও ১০ বছর অপেক্ষা করতে হয়েছে।