ইসরায়েলের জন্য সেনা পাঠাবে না আমেরিকা: বাইডেন
- আপডেট সময় : ০১:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / ৩৭১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধে ইসরায়েলের সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েল সরকারের ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কি না এ নিয়ে প্রশ্ন করলে বাইডেন জানান, তিনি এ বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না।
মার্কিন প্রেসিডেন্টের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব।
কেন মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আর যোগাযোগ করছেন না—এ প্রশ্নে বাইডেন বলেন, কারণ এখন কথা বলার মতো কিছু ঘটছে না।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত এক বছর ধরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ চলছিল। গত দুই সপ্তাহ আগে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তচ্যুত হয়েছে ১২ লাখের বেশি মানুষ।
এদিকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪২ হাজার মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ডটিতে থাকা ২৩ লাখ মানুষই এখন বাস্তচ্যুত।