নিজ অবয়বে রূপ নিচ্ছেন দেবী দুর্গা
- আপডেট সময় : ১২:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৩৭১ বার পড়া হয়েছে
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রতিমার রং তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর অবয়ব। একটু একটু করে দেবী দুর্গা রূপ নিচ্ছেন নিজ অবয়বে।
এরইমধ্যে দেশের বেশিরভাগ জায়গাতেই প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে। রঙের প্রলেপ শেষে প্রতিমা নেয়া হবে মণ্ডপে মণ্ডপে। শারদ উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গা সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। রঙ আর তুলির ছোঁয়ায় দেবী দূর্গা পাচ্ছেন মোহনীয় রূপ।
মাগুরায় মণ্ডপে মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। এ বছর জেলার ৪টি উপজেলা ও একটি পৌরসভায় মোট ৫৪৫ টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে মাটির কাজ শেষ করে প্রতিমায় রং এর আঁচড় দিচ্ছেন প্রতিমা তৈরির শিল্পীরা।
সিলেট জেলায়ও এবার ৫৯৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে সিলেট নগরে ১৫৩টি ও জেলায় ৪৪০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নগরীর দাঁড়িয়াপাড়া, মেজরটিলাসহ বিভিন্ন স্থানে দেবীর পাশাপাশি গণেশ, সরস্বতী, কার্তিক,লক্ষী ও অসুরের প্রতিমা গড়ার কাজ শেষ। শিল্পীরা জানান, এ বছর প্রতিমা গড়ার উপকরণের দাম বেশি।
পূজা নির্বিঘœ করতে ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি গুজব ঠেকাতে সাইবার ইউনিটকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
বাগেরহাটে এবছর ৬৩৬ টি মণ্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হবে। সদর উপজেলার সিকদার বাড়িতে দেশের সর্ববৃহৎ দুর্গাপূজা অনুষ্ঠিত না হলেও চিতলমারি উপজেলার খাসের হাট গ্রামে ১৫১ টি প্রতিমা নিয়ে দুর্গাপূজার বড় আয়োজন করা হয়েছে।
পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
এদিকে পঞ্চগড় সদর উপজেলায় নির্বিঘ্নে পুজা উদযাপন নিশ্চিতে স্থানীয় ৫০ টি মণ্ডপে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামরা বিতরণ করা হয়েছে।
আগামী ৯ই অক্টোবর মহাষষ্ঠী তিথিতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।