গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবেনা : তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
ফ্যাসিস্ট দল হিসেবে নৈতিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিচারের পর দেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা রাজনীতি করবে কি করবেনা।
ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংবিধানের একটা পরিবর্তন আমরা চাই। তবে সেটা পুর্নলিখন নাকি সংস্কার হবে তা সংস্কার কমিশন সিদ্ধান্ত নিবে।
কমিশন থেকে সংস্কারের সিদ্ধান্তের পর নির্বাচনের তারিখ ঠিক হবে এমনটা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে নতুন দল হিসেবে আমরা অংশ নিব কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে, প্রশাসনিক কাঠামো সংস্কারে বাংলাদেশকে পলিসিগত সহায়তা করবে জাইকা। একইসাথে সরকারের সব ধরনের কাজের সাথে আগের মতোই পাশে থাকবে তারা।
আজ রোববার জাইকা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেছেন ।