পিএসসি’র চেয়ারম্যান ও ১২ সদস্যের পদত্যাগ
- আপডেট সময় : ১০:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন। তার সাথে আরও ১২ সদস্য পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন পিএসসি’র চেয়ারম্যান ও ১২ সদস্যে।
পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজ চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন। দুজন সদস্য পদত্যাগ করেননি। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের ফোন বন্ধ রয়েছে।
পিএসসি সূত্র জানায় চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্য আজ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে।
পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ ও সাবেক সচিব শফিকুল ইসলাম এখনও পদত্যাগপত্র জমা দেননি।
প্রসঙ্গত, সোহরাব হোসাইনের আমলেই কয়েক মাস আগে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনা হয়। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন।