র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে ফেলেছে আইসিসি
- আপডেট সময় : ১১:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৩৬৯ বার পড়া হয়েছে
বুধবার (৯ অক্টোবর) ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সেই তালিকায় পাওয়া যায়নি বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। এতে করে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন র্যাঙ্কিংয়ে সাকিবের না থাকায়। মূলত সম্প্রতি টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়ায় তার নামটি সরিয়ে ফেলে আইসিসি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে শেষ ম্যাচ খেলেন সাকিব আল হাসান। এরপর ভারতের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ খেলে যক্তরাষ্ট্রে চলে যান তিনি। যদিও তিনি দেশের মাটিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত তার এই চাওয়া পূরণ হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।
আইসিসির নিয়মনুযায়ী, যদি কোনও খেলোয়াড় অবসর নেন, তাহলে র্যাঙ্কিং তালিকা থেকে সেই খেলোয়াড়ের নাম সরিয়ে ফেলা হয়। সেক্ষেত্রে সাকিব আল হাসান গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই অবসরের ঘোষণা দিয়েছেন। আর তার জন্য সাকিবের নাম এই তালিকা থেকে সরিয়ে ফেলে আইসিসি।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বের সব বাঘা বাঘা ক্রিকেটারদের পেছনে ফেলে তিনিই ছিলেন সবার শীর্ষে।
বাংলাদেশের জার্সি গায়ে সাকিব ১২৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ২ হাজার ৫৫১ রান। যেখানে রয়েছে ১৩টি হাফসেঞ্চুরির ইনিংস। সর্বোচ্চ সংগ্রহ ৮৪ রান। বল হাতে তিনি নিয়েছেন ১৪৯ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ২ বার। টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট।
২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাকিবের। ২০২৪ সালের ২৪ জুন কিংস্টাউনে আফগানিস্তানের বিপক্ষে তিনি ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।