কতটা বিনয়ী ছিলেন রতন টাটা জানালেন অমিতাভ

- আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী ভারতীয় ব্যবসায়িক অঙ্গনের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রতন টাটা আর নেই। ভারতের অন্যতম বহুজাতিক কোম্পানি টাটা সন্সের সাবেক চেয়ারম্যান গতকাল বুধবার (৯ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রতন টাটা নিঃসন্তান ছিলেন। ৩ হাজার ৮০০ কোটি রুপির বিশাল সাম্রাজ্য রেখে গেছেন তিনি। ভারতের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রতন টাটা। অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী হওয়ার পরেও ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত বিনয়ী এবং নম্র। তিনি সহজ জীবনযাপন পছন্দ করতেন এবং ব্যক্তিগত সম্পত্তির চেয়ে মানবতার সেবায় বেশি আগ্রহী ছিলেন।
রতন টাটার মৃত্যুতে শোকাহত বলিউড অঙ্গনও। বলিউড সুপারস্টার সালমান খান থেকে শুরু করে অভিনেত্রী আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়াসহ বহু তারা শোক প্রকাশ করেছেন।
বেশ কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ এর একটি সিজনে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানে কথা প্রসঙ্গে রতন টাটা নিয়ে কথা বলেছিলেন তিনি। কতটা বিনয়ী ছিলেন রটন টাটা বলেন অমিতাভ। তার এক জন্মদিনে হঠাৎ অনেক উপহার পাঠিয়েছিলেন বলেও জানান তিনি।
রতন টাটাকে নিয়ে অমিতাভ তার জীবনীতে লিখেছিলেন, আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম। খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন। দেখে উনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিলো। অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে। কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার কোন ভ্রুক্ষেপ নেই ।
উনি একমনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন। চা পরিবেশন করা হলো, ঠোঁটের আগেই থ্যাঙ্কস লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার উনার প্রতি কৌতুহল বেড়েই চলছিলো। তাই উনার সাথে কথা বলার জন্য উনার দিকে তাকিয়ে হাসলাম। উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন, ‘হ্যালো’। কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো ।
আমিই নিজে থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম। জিজ্ঞাসা করলাম, ‘আপনি সিনেমা দেখেন?’ উনি বললেন ‘কখনো-সখনো। শেষ যে সিনেমাটা দেখেছি…হ্যাঁ…তাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে। ‘বললাম- ‘আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি। ‘উনি উৎসাহিত হয়ে বললেন ‘দারুণ ব্যাপার! তা আপনি কী করেন ?’
বললাম, ‘আমি একজন অভিনেতা। ‘প্রত্যুত্তরে বললেন ‘দারুণ! ‘ব্যস! ওই পর্যন্তই..। প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, ‘আমার নাম অমিতাভ বচ্চন’ উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন, ‘আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো! আমার নাম জে.আর.ডি. টাটা। টাটা গ্রুপের চেয়ারম্যান। চমকে উঠলাম আমি! ঐ দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম- “যত বড়ই হই না কেনো, আমার থেকেও বড় কেউ আছে কিন্ত তাঁর দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে !”