ইসরায়েলেই বড় হামলার পরিকল্পনা ৫ ইসরায়েলির!

- আপডেট সময় : ১০:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে

তেল আবিবের একটি শপিংমলে হামলার পরিকল্পনা করেছিলেন ৫ আরব-ইসরায়েলি। আজ্রিয়েলি নামের ওই মলে হামলার আগেই তাদের গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ পাঁচজন আইএসআইএসের সদস্য বলে জানায় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বৃহস্পতিবার এদের গ্রেপ্তারের তথ্য প্রকাশ করে ইসরায়েলি পুলিশ ও শিন বেট সিকিউরিটি। তারা জানায়, গাড়ি বোমা হামলার পরিকল্পনা করেছিলেন তারা। পরে ইসরায়েলি কেন্দ্রীয় অঞ্চলের পুলিশের একটি বিশেষ ইউনিট তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, তায়বেহ এলাকায় থাকছেন এই পাঁচজন। তাদের ব্যাপারে এর আগে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না।
গ্রেপ্তারের সময় কার্ল গুস্তাব রাইফেল ও অন্যান্য অস্ত্র পাওয়া যায় এদের কাছে। গাড়ি বোমা হামলা ছাড়াও আজ্রিয়েলি মলের ভিতরে গুলি করার পরিকল্পনা করা হয়।
গ্রেপ্তার ৫ জনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা যায়। তাঁরা উগ্রবাদ মতাদর্শের। এরই মধ্যে এদের শাস্তি দিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।