‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে ভারত-মিয়ানমারও ভালো থাকবে না’
- আপডেট সময় : ১১:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে ভারত-মিয়ানমারও ভালো থাকবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। আর যারা ধর্মকে হাতিয়ার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা আরও জানান, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। একটি মহল বিভিন্ন গুজব তৈরি করার কারণে বহির্বিশ্বে নেতিবাচক খবর প্রচার হচ্ছে উল্লেখ করে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।
ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ভবিষ্যতে বিচারহীনতার ধারা তৈরি হতে দেওয়া হবে না।’
ধর্ম উপদেষ্টা আরো বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার-ভিডিপি, সেনা, নৌ ও বিমানবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। কোন দুর্বৃত্ত পূজামণ্ডপে হামলা কিংবা প্রতিমা ভাংচুর করতে আসলে তাদেরকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। সরকার প্রচলিত আইনে এই দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তির বিধান করবে।