চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয়
- আপডেট সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
মাঠে সময়টা ভালো যাচ্ছিল না ব্রাজিলের। একের পর এক পরাজয়ে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ধুকছিল তারা। কিন্তু সেই হতাশার মাঝেই চিলির মাঠে ঘুরের দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আজ শুক্রবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। দলের জয়ের ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন এইহিক ও জেসুস। অন্যদিকে চিলির হয়ে একমাত্র গোলটি করেন এদুয়ার্দো ভার্গাস।
প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের শুরুতে চ্যালেঞ্জের মুখে পড়ে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে বসে সাবেক চ্যাম্পিয়নরা। ফেলিপে লয়লার ক্রসে দূরের পোস্টে জোরাল হেডে চিলিকে এগিয়ে নেন ভার্গাস। লাফিয়ে পড়েও দলকে রক্ষা করতে পারেননি ব্রাজিল গোলরক্ষক এদেরসন।
এগিয়ে যাওয়ার হতাশা সামলে বিরতির আগে মুহূর্তে ম্যাচে ফেরে ব্রাজিল। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে চিলির বক্সে সতীর্থদের বাড়ানো বলে হেড দিয়ে জাল খুঁজে নেন ইগর জেসুস। বোতাফোগোয় খেলা জেসুস ব্রাজিলের হয়ে আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন। আর প্রথম ম্যাচেই দলকে সমতাসূচক গোলটি এনে দেন এই তরুণ।
বিরতির পর সপ্তম মিনিটেই চিলির জালে বল পাঠান রাফিনিয়া। তবে আক্রমণ তৈরির সময়ে অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। এতেও অবশ্য সমস্যা হয়নি ব্রাজিলের। ম্যাচের শেষ দিকে ঠিকই জয়সূচক গোল পেয়ে যায় তারা।
৮৯তম মিনিটে চিলিকে স্তব্ধ করে ব্রাজিলকে এগিয়ে নেন এইহিক। ব্রুনো গিমারাইসের কাছ থেকে বল পেয়ে ডি বক্স থেকে দূরের পোস্ট ঘেঁষে বাম পায়ের বাঁকানো শটে ম্যাচের ভাগ্য গড়ে দেন এইহিক।
এই জয়ে চতুর্থ স্থানে উঠে এলো ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে আছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে সবচেয়ে বেশি পয়েন্ট আর্জেন্টিনার, তাদের পয়েন্ট ১৯। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে চিলি।