গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে ৬১ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০২:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৩৭৩ বার পড়া হয়েছে
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩১ জন। এতে গত এক বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৪২ হাজার ১২৬ জনে এবং আহতের সংখ্যা ৯৮ হাজার ১১৭ জনে পৌঁছেছে।
এরমধ্যে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে নিহত হয়েছে ২২ জন। মেডিকেল চ্যারিটি ডক্টরস উইদাউট বর্ডারস-এমএসএফ জানিয়েছে, ইসরাইলি বাহিনী এক সপ্তাহ ধরে জাবালিয়ায় স্থল হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে আটকা পড়েছে হাজার হাজার মানুষ।
এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত ৪টি এলাকায় আঘাত হেনেছে ইসরাইলি বাহিনীর গিালা এবং রকেট।
গাজায় নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।