‘বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হবে না’
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ট্রাভেল ডকুমেন্টস দেওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বিকেলে নরসিংদী সেবা সংঘে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আদালত নির্দেশ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। কোনো মামলায় যদি তাকে (হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের (ভারতের) দরকার।’