সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা
- আপডেট সময় : ০৩:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দুই দিনের ভারী বৃষ্টিতে মক্কা ও আশপাশের অঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ার ব্যাহত হচ্ছে যান চলাচল। চরম বিপাকে পড়েছে জনজীবন।
গত বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত শুরু হয় সৌদি আরবে। সেই বৃষ্টির প্রভাবে মক্কা ও আশপাশের অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে বেশি পানিতে ডুবে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে বৃষ্টির তীব্রতার বিষয়টি ফুটে উঠেছে। বৃষ্টির আগে সেসব এলাকায় ধূলিঝড় হয়। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাদের পূর্বাভাসে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিলো। বিশেষ করে মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনায় বন্যা ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল।
এদিকে সৌদি আরবে এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ।
পুরো বিশ্বের মতো মধ্যপ্রাচ্যেও এবার দেখা যাচ্ছে বিরূপ আবহাওয়া। অঞ্চলটির বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। মরু অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও সেসব জায়গায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যে আফ্রিকান দেশ মরক্কোর সাহারা মরুভূমিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা দেখা গেছে। সাহারায় বন্যার বিষয়টি একটি বিরল ঘটনা।