আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির
- আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সময়ে তাঁদের নেতৃত্বাধীন সরকারের তৈরি করা আইনেই তাঁদের নেতা–কর্মীদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের মহানগর উত্তরের রোকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের তৈরি করা আইনেই তাঁদের নেতা–কর্মীদের বিচার করা হবে। ২০০৬ সাল থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে ফিরে আসার চেষ্টা করছে।
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। প্রতিশোধ নয়, জামায়াতে ইসলামী সকল জুলুমের বিচার প্রচলিত আইনের মাধ্যমে চায়। ছাত্র–জনতার আন্দোলনের পর জামায়াতের নেতা–কর্মীরা চাঁদাবাজি না করে জনগণের পাশে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগকে সবচেয়ে চরমপন্থী ও সন্ত্রাসী দল হিসেবে অ্যাখ্যা দেন জামায়াত নেতা। আগামীতে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলার আহবানও জানান জামায়াতে ইসলামীর আমীর।
জামায়াতের সর্বোচ্চ পদ রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে ঐক্যবদ্ধভাবে একটি জাতি গড়ে তুলতে সবাইকে ধৈর্য্যরে সাথে কাজ করতে হবে।
ছাত্র-জনতার অভ্যূত্থানের পটভূমিতে দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে বড় পরিসরে রাজধানীতে প্রথম সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলন করে ঢাকা মহনগর উত্তর শাখা।
রুকন সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিনের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর আমীরসহ, কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে বড় পরিসরে অভিন্ন ঢাকা মহানগর শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।