শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে

কতদিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে তা জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে প্রচার দল আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন সব সময় রয়েছে। কারণ এ সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে পুরো জাতি।
ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে জানিয়ে গয়েশ্বর বলেন, শুধু ছাত্রদের এ আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর আবারো বৈষম্যের সৃষ্টি করলে এর মাশুল কতটা দিতে হবে এটা কেউ জানে না বলেও প্রশ্ন তুলেন গয়েশ্বর।