রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয়
- আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
নেশন্স লিগে টানা জয়রথ অব্যাহত রেখেছে পর্তুগাল। আর তিন ম্যাচের প্রতিটিতেই দলটির প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেছেন। তার সঙ্গে বার্নার্দো সিলভার গোল মিলিয়ে পোল্যান্ডের বিপক্ষে গতকাল (শনিবার) ৩-১ গোলে জিতেছে পর্তুগিজরা।
অ্যাওয়ে ম্যাচে পর্তুগালকে ২৬ মিনিটে এগিয়ে দেন সিলভা। ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্ট থেকে জাল কাঁপিয়েছেন তিনি। ১১ মিনিট পর পর্তুগালের হয়ে ১৩৩তম গোলটি তুলে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। আক্রমণ থেকে শুরুতে রাফায়েল লিয়াও শট নিলে সেটি আঘাত করে পোস্টে। ফিরতি বলে প্রথম শটেই রোনালদো জালে পাঠিয়েছেন।
৭৮ মিনিটে পিওতর জেলিনিস্কি পোল্যান্ডের হয়ে একটি গোল শোধ দিয়েছিলেন। কিন্তু ৮৮ মিনিটে দলটির বেডনারেকের আত্মঘাতী গোল আরও বিপদে ফেলে তাদের। স্কোরলাইন হয়ে যায় ৩-১।
পর্তুগাল এখনও ‘এ’লিগের গ্রুপ ওয়ানে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়ে ৩ পয়েন্টে। তাদের অবস্থান দুই নম্বরে। তিন পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে পোল্যান্ড।
৩৯ বছর বয়সী রোনালদো স্কটল্যান্ড, ক্রোয়েশিয়ার বিপক্ষেও একটি করে গোল করেছিলেন। এই ম্যাচে স্কোরশিটে নাম তুলে ক্লাব ও দেশের হয়ে মৌসুমে ১১তম গোলের দেখা পেয়েছেন তিনি। বিরতির পর তিনি আরও একটি গোলের দেখা পেতে পারতেন। দুর্ভাগ্য বক্সের কাছে থেকেও সেই সুযোগ হাতছাড়া করেছেন। ৬৩ মিনিটে অবশ্য বদলি হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
ডেনমার্কের বিপক্ষে একমাত্র গোলে জিততে স্পেনকে অপেক্ষায় থাকতে হয়েছে ৭৯ মিনিট পর্যন্ত। তার আগে ইউরো চ্যাম্পিয়নদের চোখ রাঙাচ্ছিল নিষ্প্রাণ ড্র! শেষ পর্যন্ত দলকে তিন পয়েন্ট এনে দিতে ভূমিকা রাখেন মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি। এই জয়ে ডেনমার্ককে সরিয়ে ‘এ’ লিগের গ্রুপ চারে শীর্ষে উঠেছে তারা। টুর্নামেন্টের প্রথম পরাজয়ে ডেনমার্ক নেমে গেছে দুই নম্বরে।