ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিরাজ ও শান্ত’র অর্ধশতক

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া কাপ ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেটে সংগ্রহ ১৫৫ রান। অর্ধশতক হাঁকিয়েছে মেহেদি হাসান মিরাজ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার বিকাল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

আজ ওপেন করেন মেহেদি মিরাজ ও নাইম শেখ। প্রথম উইকেটে তারা তোলেন ৬০ রান। ৩২ বলে ২৮ করে নাইম ফিরলে ভাঙে জুটি। এরপর কোনো রান না করেই আউট হন তৌহিদ হৃদয়। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এরপর টেনে তোলেন মিরাজ এবং শান্ত। দুজন মিলে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। ইতোমধ্যেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের কাছে। এমন ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, মুজিব উর রহমান।

নিউজটি শেয়ার করুন

মিরাজ ও শান্ত’র অর্ধশতক

আপডেট সময় : ১২:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেটে সংগ্রহ ১৫৫ রান। অর্ধশতক হাঁকিয়েছে মেহেদি হাসান মিরাজ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার বিকাল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

আজ ওপেন করেন মেহেদি মিরাজ ও নাইম শেখ। প্রথম উইকেটে তারা তোলেন ৬০ রান। ৩২ বলে ২৮ করে নাইম ফিরলে ভাঙে জুটি। এরপর কোনো রান না করেই আউট হন তৌহিদ হৃদয়। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এরপর টেনে তোলেন মিরাজ এবং শান্ত। দুজন মিলে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। ইতোমধ্যেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের কাছে। এমন ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, মুজিব উর রহমান।