ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দক্ষিণ চীন সাগরে দ্রুত আচরণবিধি চান আসিয়ান নেতারা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / ৩৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আইন মেনে দ্রুত একটি আচরণবিধি চুক্তি করার কথা বলেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা। এছাড়া মিয়ানমারে গৃহযুদ্ধ বন্ধে দ্রুত লড়াই থামিয়ে অন্তর্ভুক্তিমূলক শান্তি আলোচনার দাবি জানান তারা। আসিয়ান সম্মেলন শেষে আসিয়ান চেয়ারম্যানের এক বিবৃতিতে এই ঐকমত্যের বিষয়টি তুলে ধরা হয়।

লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট- আসিয়ানের ১০ সদস্যরাষ্ট্রের নেতাদের বৈঠক শেষ হয়েছে গত শুক্রবার। আসিয়ানভুক্ত ১০টি দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনেই দারুসসালাম ও থাইল্যান্ড ছাড়াও সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমা ঘিরে চীনের সঙ্গে আসিয়ান সদস্য ফিলিপিন্স ও ভিয়েতনাম মুখোমুখি হয়েছে। দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। সেখানকার বিরোধ ঘিরে সৃষ্ট উত্তেজনায় যুক্ত হয়েছে আমেরিকা। কারণ, ফিলিপিন্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, ফিলিপিন্স আক্রান্ত হলে তাকে প্রতিরক্ষা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতিবছর তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। এবারের আসিয়ান সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দক্ষিণ চীন সাগর ঘিরে আচরণবিধির বিষয়টি। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, দক্ষিণ চীন সাগর ঘিরে এবারের সম্মেলনে চীন ও রাশিয়ার সঙ্গে আসিয়ান সদস্যদের বিতর্ক তৈরি হয়।

এদিকে, মিয়ানমার নিয়ে আসিয়ানের পক্ষ থেকে দ্রুত সহিংসতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া মানবিক সহায়তা প্রদানের উপযুক্ত পরিবেশ তৈরি ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের কথা বলা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের পক্ষ থেকে মিয়ানমার নিয়ে অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টিকে স্বাগত জানিয়েছে আসিয়ান।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ চীন সাগরে দ্রুত আচরণবিধি চান আসিয়ান নেতারা

আপডেট সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আইন মেনে দ্রুত একটি আচরণবিধি চুক্তি করার কথা বলেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা। এছাড়া মিয়ানমারে গৃহযুদ্ধ বন্ধে দ্রুত লড়াই থামিয়ে অন্তর্ভুক্তিমূলক শান্তি আলোচনার দাবি জানান তারা। আসিয়ান সম্মেলন শেষে আসিয়ান চেয়ারম্যানের এক বিবৃতিতে এই ঐকমত্যের বিষয়টি তুলে ধরা হয়।

লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট- আসিয়ানের ১০ সদস্যরাষ্ট্রের নেতাদের বৈঠক শেষ হয়েছে গত শুক্রবার। আসিয়ানভুক্ত ১০টি দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনেই দারুসসালাম ও থাইল্যান্ড ছাড়াও সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমা ঘিরে চীনের সঙ্গে আসিয়ান সদস্য ফিলিপিন্স ও ভিয়েতনাম মুখোমুখি হয়েছে। দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। সেখানকার বিরোধ ঘিরে সৃষ্ট উত্তেজনায় যুক্ত হয়েছে আমেরিকা। কারণ, ফিলিপিন্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, ফিলিপিন্স আক্রান্ত হলে তাকে প্রতিরক্ষা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতিবছর তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। এবারের আসিয়ান সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দক্ষিণ চীন সাগর ঘিরে আচরণবিধির বিষয়টি। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, দক্ষিণ চীন সাগর ঘিরে এবারের সম্মেলনে চীন ও রাশিয়ার সঙ্গে আসিয়ান সদস্যদের বিতর্ক তৈরি হয়।

এদিকে, মিয়ানমার নিয়ে আসিয়ানের পক্ষ থেকে দ্রুত সহিংসতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া মানবিক সহায়তা প্রদানের উপযুক্ত পরিবেশ তৈরি ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের কথা বলা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের পক্ষ থেকে মিয়ানমার নিয়ে অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টিকে স্বাগত জানিয়েছে আসিয়ান।