ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শান্তিরক্ষীদের ওপর হামলাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা গুতেরেসের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। গতকাল রোববার লেবাননে একটি শান্তিরক্ষা কার্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার জেরে এই সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার ভোরে দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর একটি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক ভেতরে ঢুকে পড়ে। এ সময় শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শান্তিরক্ষী কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।

সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বিরুদ্ধে ইসরায়েলি হামলার সবশেষ অভিযোগ এটি। লেবাননে শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল বা ইউনিফিল নামে পরিচিত।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ‘ইউনিফিল শান্তিরক্ষীরা তাদের সব অবস্থানে রয়েছে এবং জাতিসংঘের পতাকা এখনও উড়ছে।’

দুজারিক আরো বলেন, ‘জাতিসংঘ মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন যে ইউনিফিলের কর্মী এবং এর স্থাপনাকে কোনো ভাবে লক্ষ্যবস্তু করা উচিত নয়। শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই আইনের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইনও অন্তর্ভুক্ত রয়েছে। আর এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।’

এর আগে লেবাননের দক্ষিণে মেতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষীদের সরিয়ে নিতে মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই আহ্বানের পরই ইউনিফিলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

শান্তিরক্ষীদের ওপর হামলাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা গুতেরেসের

আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। গতকাল রোববার লেবাননে একটি শান্তিরক্ষা কার্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার জেরে এই সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার ভোরে দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর একটি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক ভেতরে ঢুকে পড়ে। এ সময় শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শান্তিরক্ষী কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।

সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বিরুদ্ধে ইসরায়েলি হামলার সবশেষ অভিযোগ এটি। লেবাননে শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল বা ইউনিফিল নামে পরিচিত।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ‘ইউনিফিল শান্তিরক্ষীরা তাদের সব অবস্থানে রয়েছে এবং জাতিসংঘের পতাকা এখনও উড়ছে।’

দুজারিক আরো বলেন, ‘জাতিসংঘ মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন যে ইউনিফিলের কর্মী এবং এর স্থাপনাকে কোনো ভাবে লক্ষ্যবস্তু করা উচিত নয়। শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই আইনের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইনও অন্তর্ভুক্ত রয়েছে। আর এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।’

এর আগে লেবাননের দক্ষিণে মেতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষীদের সরিয়ে নিতে মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই আহ্বানের পরই ইউনিফিলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।