হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলে নিহত ৪, আহত ৬১
- আপডেট সময় : ০১:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলে অন্তত চার সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬১ জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা গুরুতর। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, হামলায় ৬১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা বেশি গুরুতর।
এমন পরিস্থিতির মধ্যেই ইসরাইলি ট্যাংক দিয়ে লেবাননে থাকা শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল’র প্রধান ফটক গুঁড়িয়ে দেয়া হয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়ায় লেবানন থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
এরমধ্যেই ইরানকে হামলার লক্ষ্যবস্তু করতে মরিয়া ইসরাইল। এতে মধ্যপ্রাচ্যজুড়ে যখন যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে পড়ছে, ঠিক সেসময় ইসরাইলে অ্যান্টি-মিসাইল সিস্টেম ও সেনা পাঠানো হবে বলে নিশ্চিত করলো মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
এদিকে, হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় রোববার দখলদার ইসরায়েলের ২৫ সেনা আহত হয়েছেন। এসব সেনা উত্তর লেবাননে স্থল হামলা চালাতে গিয়েছিল। আহত ২৫ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ।
গত ২৩ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় আইডিএফ। এর আগে সীমান্তবর্তী অঞ্চলে অসংখ্য ট্যাংক ও সেনা নিয়ে আসে তারা। তবে লেবাননে স্থল হামলায় খুব একটা সুবিধা করতে পারেনি ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজার মতো সহজে ঢুকে পড়বে এমনটা ভাবলেও লেবাননে পারেনি তারা।