ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে: চীনা রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০১:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (সোমবার, ১৪ অক্টোবর) বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের এই সময়ে চীনকে বাংলাদেশের সাথে থাকার প্রয়োজন আছে। ঐতিহাসিক সুযোগকে কাজে লাগানোর সময় এসেছে। দ্বিতীয় স্বাধীনতা দারিদ্র্য দূর করার সুযোগ এনে দিয়েছে।’
আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার যে উদ্যোগ এ সরকার নিয়েছে, এটা প্রশংসা যোগ্য বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। বলেন, ‘গ্লোবাল সাউথে বাংলাদেশ-চায়নাকে পরস্পরের সহযোগিতা করেই এগোতে হবে। বন্ধুত্বের সম্পর্কের কোনো পরিবর্তন আসবে না। এই সরকারের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করে যেতে চাই। বাংলাদেশ সঠিক পথেই আছে। খুব দ্রুত দেশটি সমৃদ্ধির দেখা পাবে, এটা প্রত্যাশা করে চীন।’
তিনি আরও বলেন, ‘আমরা আরও নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র নিয়ে খোলামেলা কথা বলতে চাই। করোনা মহামারির সময় শুধু চাইনিজ প্রতিষ্ঠানগুলো এদেশে কাজ করে গেছে। যা আমাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ। চীনের বড় ঋণ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্বিপক্ষীয় অবস্থানের পরিবর্তন আনতে হবে।’
তিনি আরও জানান, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।