জামায়াত আমিরের সাথে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের বৈঠক
- আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা. শফিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত বৈঠক করেছেন। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রায় এক ঘন্টার বৈঠক করেন তারা।
বৈঠক শেষে জামায়াত আমির শফিকুল ইসলাম বলেন, বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং সফল হয়েছে। দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে পারি সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ছাত্র -জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। তারাও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
জামায়াতের আমির বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ হিসেবে অস্ট্রেলিয়ার ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। স্কিল ডেভলপমেন্টে সহায়তা চাওয়া হয়েছে। দুই দেশ একত্রে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেসব বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, দীর্ঘ সাড়ে ১৩ বছর পর জামায়াত কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে। এ সময় অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকারসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
এ সময় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।