সেন্টমার্টিনে স্পিডবোড ডুবির ঘটনায় উদ্ধার ২৩, নিহত এক
- আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের সেন্টমার্টিনে পর্যটকবাহী একটি স্পিডবোট ডুবে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২৩ পর্যটককে জীবিত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, নিহত ফিরোজা বেগম (৫৫) টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক নারী ইউপি সদস্য। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের ইউএনও।
ইউএনও আরও বলেন, খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল এবং স্থানীয় জেলের ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসতে থাকা লোকজনকে উদ্ধার করে। পরে তাদের সেন্টমার্টিনের উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। উদ্ধার অন্যদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উদ্ধার হওয়াদের মধ্যে ১৭ জন পর্যটক ও ৫ জন স্থানীয় বাসিন্দা। এছাড়া অপর দুইজন স্পিডবোটের চালক ও সহকারী।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটে পর্যটক ও স্থানীয় ২৫ জন ছিলেন। বোটটি সেন্টমার্টিনের কাছাকাছি এলে উল্টে যায়। পরে তাৎক্ষণিক কোস্টগার্ডের সদস্য গিয়ে উদ্ধার কাজে হাত দেয়। তার দাবি, অতিরিক্ত যাত্রী নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।