সনাতন ধর্মাবলম্বীদের আজ লক্ষ্মীপূজা
- আপডেট সময় : ১২:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ বুধবার (১৬ অক্টোবর)। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। আজ সন্ধ্যায় পূর্ণিমা তিথির শুরু। শেষ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়।
এই পূর্ণিমাকে কোজাগরী বলা হয়। সে জন্য এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।
দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভক্তদের ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে ধরায় আসেন দেবী লক্ষ্মী। এদিন দেবী লক্ষ্মীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের আগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে আলপনা আঁকা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ছাড়াও রয়েছে নানা ধর্মীয় আচার।
ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকে নানা অঞ্চলে নানাভাবে পূজা করা হয়। বাঙালি বিশ্বাসে লক্ষ্মী দেবী দ্বিভুজা ও তার বাহন প্যাঁচা এবং হাতে থাকে শস্যের ভাণ্ডার।
শাস্ত্র মতে, লক্ষ্মী দেবী খুব অল্পেই সন্তুষ্ট। নির্ধারিত নিয়মাবলি ও কিছু বিধি-নিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়। এই দিনে হিন্দু গৃহবধুরা পূজা শেষ না হওয়া পর্যন্ত উপবাস থাকে।