শেখ হাসিনার নাম সম্বলিত প্রতিষ্ঠানগুলো ‘জুলাই শহীদ’দের নামে করার দাবি
- আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
শেখ হাসিনার নামে থাকা প্রতিষ্ঠানগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের নামে করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ডেমোক্রেটিক লীগ এর সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দীন আহমেদ মনি’র ভূমিকা শীর্ষক আলোচনা সভায় দেশে দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।
ফারুক বলেন, রাজনৈতিক নেতৃত্ব না আসলে দেশে শান্তি ফিরবে না। নির্বাচনের পাশাপাশি দ্রুত দেশ সংস্কার, ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির দাবিও জানান তিনি।
জয়নুল আবেদীন ফারুক বলেন, বেগম জিয়ার ৫ বছরের জেল খাটার হিসাব দিতে হবে শেখ হাসিনাকে৷ ইলিয়াস আলিসহ গুম হওয়াদের ফেরত দিতে না পারলে তার বিচার করতে হবে৷ এ সময় ফ্যাসিস্ট সরকারের দোসরদের জামিন পাওয়া নিয়েও সমালোচনা করেন তিনি।
বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের নামে, শেখ হাসিনার নামে, শেখ মুজিবুর রহমানের নামে অনেকগুলো নামকরণ করা হয়েছে। অবিলম্বে এগুলো বাতিল করতে হবে। যারা আত্মাহুতি দিয়েছে (ছাত্রসমাজ) তাদের নামে নামকরণ করতে হবে।
সভাপতির বক্তব্যে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে রয়েছে। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে তারা নানা ষড়যন্ত্র করছে। সুতরাং জনআকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে তাদেরকে অপসারণ করতে হবে। এ ছাড়া নিত্যপণ্যের দাম কমাতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কারণ, মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর ওই নির্বাচনের মধ্যদিয়ে দেশে জনগণের পার্লামেন্ট ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
এনপিপির যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।