হুমকি দিয়ে ১০০ কোটি টাকা নেন সালমান
- আপডেট সময় : ০৩:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
পাহাড়সম দুর্নীতি আর অনিয়মের জন্য ক্ষমতার চরম অপব্যবহার করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তার আঙুলের ইশারায় চলতো দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। ঋণখেলাপি হয়েও বিভিন্ন ব্যাংক থেকে তুলে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। কেউ তার অনিয়মের সহায়তা করতে না চাইলে তাকে চাকুরিচ্যুত থেকে নির্যাতনের শিকারও হতে হয়েছে।
বাংলাদেশ ইনফ্রাস্টাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড-বিআইএফএফএল। দেশের অবকাঠামো ও উন্নয়নমূলক সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে সরকারি মালিকানাধীন বিশেষায়িত এই প্রতিষ্ঠান। ২০১১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকেও নিয়মের তোয়াক্কা না করে শত কোটি টাকার ঋণ নিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ছিলেন ফরমানুল ইসলাম। সে সময় সালমান এফ রহমান তাকে ঋণের জন্য চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।
তিস্তা সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় দুই হাজার কোটি টাকার ঋণ দাবি করেন সালমান এফ রহমান। তিনি এবং তৎকালীন অর্থ সচিব আবদুর রউফ তালুকদার পরবর্তীতে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ছিলেন, দুজন মিলেই তাকে চাপ দেন ঋণ অনুমোদনের জন্য।
ঋণ অনুমোদন না করায় চাকরি ছেড়ে দিতে বাধ্য করেন তাকে। এরপর দুদক ও প্রশাসনের বিভিন্ন স্তরে চাপ দেয় তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিতে। তাকে চাকুরিচ্যূত করার পর সেই প্রতিষ্ঠান থেকে এক’শ কোটি টাকার ঋণ নেন সালমান এফ রহমান।
সে সময় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করলেও ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যূত্থানের পর মামলা করেন সালমান এফ রহমানের বিরুদ্ধে।