মেসিকে সর্বকালের সেরা পুরস্কার দিলো মার্কা
- আপডেট সময় : ০১:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
৩০ ম্যাচ, ২৫ গোল আর ১৬ অ্যাসিস্ট। গড়ে প্রতি ৫৯ মিনিটে একটি করে গোলে অবদান। ৩৭ বছর বয়সী লিওনেল মেসির ২০২৪ সালের পরিসংখ্যান এটাই। বয়স বেড়েছে, কিন্তু ধার যেন একটুও কমেনি মেসির। এইতো দুদিন আগে জাতীয় দলের জার্সিতে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকের সঙ্গে দুই অ্যাসিস্ট করলেন।
মেসি যে শুধু এ বছর এমন পারফর্ম করছেন, এমন নয়। অভিষেকের পর থেকে দেড় দশকের বেশি সময় ধরে একই কাজ করে চলছেন আর্জেন্টাইন জাদুকর। ফুটবল পায়ে সবুজ ঘাসের ওপর জাদুকরী সব কীর্তিতে মোহাবিষ্ট করে রেখেছেন পুরো ফুটবল বিশ্বকে। আর তাতে একের পর এক রেকর্ড জড়ো হয়েছে মেসির পায়ে। ফুটবল মাঠে একজনের পক্ষে যা যা অর্জন করা সম্ভব, মেসি তার সবটাই জিতেছেন। অর্জনের থালা পূর্ণ করার পর এখন ফুটবলটাকে শুধু উপভোগ করছেন ক্যারিয়ারের শেষ বয়সে এসে। কিন্তু তারপরও প্রাপ্তির তালিকা ক্রমশও লম্বা হচ্ছে।
দলগত অর্জনে সবাইকে ছাপিয়ে গেছেন আগেই, জিতেছেন ৪৬টি শিরোপা। সঙ্গে ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আরও ৫৬টি। সবমিলিয়ে সংখ্যাটা ১০২! ফুটবল ইতিহাসে এত বেশি ট্রফি জেতার কীর্তি গড়তে পারেননি আর কেউ। আর এর স্বীকৃতিস্বরূপ গতকাল বৃহস্পতিবার মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। একইসঙ্গে এ প্রোগ্রামে মেসিকে সেরাদের সেরা সম্মাননাও দিয়েছে মার্কা।
ফুটবল ইতিহাসে যারা দুর্দান্ত সব কীর্তি গড়েছেন, এমন ছয়জন সেরাকে একটা তালিকা করেছে মার্কা। সে তালিকায় মেসি ছাড়াও স্থান পেয়েছেন মেসির স্বদেশী দিয়েগো আরমান্দো মারাদোনা ও আলফ্রেদ দে স্তেফানো, ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপজয়ী পেলে, ডাচ কিংবদন্তি ক্রুইফ ও মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।
তবে এ ছয় সেরার একটা ক্রমও করেছে রেয়াল মাদ্রিদ ভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যমটি। সেখানে সবার ওপরে রাখা হয়েছে মেসিকে। আর্জেন্টাইন অধিনায়ককে সেরাদের সেরা ঘোষণা করার যৌক্তিকতায় মার্কা লিখেছে, ‘বিগ-সিক্সের প্রত্যেকের দুর্দান্ত রেকর্ড আছে। তবে মেসি সবার চাইতে বেশি জিতেছেন। এ কারণে তাঁকে সেরাদের সেরা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’
বাকি পাঁচজনের একটা ক্রমও করে দিয়েছে মার্কা। সেখানে মেসির পরের অবস্থানেই আছেন রোনালদো। তিনে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে রেখেছে স্প্যানিশ সংবাদ মাধ্যমটি। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন দুই আর্জেন্টাইন- দে স্তেফানো ও মারাদোনা। তালিকার ছয়ে আছেন ক্রুইফ।