‘পলাতক পুলিশ সদস্যরা সন্ত্রাসী বিবেচিত হবে এবং দেখামাত্রই গ্রেপ্তার’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৪২৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশে এখন পর্যন্ত পুলিশের ১৮৭ জন সদস্য কাজে যোগদান করেননি। তারা এখন আর পুলিশবাহিনীতে নাই, তারা এখন সন্ত্রাসী। তাদের দেখা পাওয়া মাত্র গ্রেপ্তার করা এবং অপরাধীর মতো বিচার করা হবে।
আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজশাহীতে বিজিবির সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পরে পুলিশের যে অবস্থা ছিলো তা আর নেই। তারা ট্রমা কাটিয়ে এখন আগের চেয়ে অনেক ভালোভাবে কাজ করছেন। দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে আরও উন্নত হবে।