ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আওয়ামী ও সমমনাদের নির্বাচন থেকে দূরে রাখা উচিৎ: পার্থ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচার প্রক্রিয়ার বিষয় থাকলেও আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখা উচিৎ বলে মনে করছেন বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ।

আজ শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব জানান পার্থ।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার নির্বাচনমুখী হতে হবে। যেসব সংস্কার নির্বাচিত সরকারের করা উচিত সে ধরনের সংস্কারে অন্তর্বরতী সরকারের হাত দেয়া ঠিক হবে না। নির্বাচন কমিশন সংস্কারে পরামর্শ দেয়ার জন্য একটি লিয়াঁজো কমিটি গঠন করতে হবে। যাতে সংস্কার কমিশনগুলো সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলো তাদের পরামর্শ দিতে পারে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মান সম্পন্ন হতে হবে। দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা এই সরকারের দায়িত্ব। এ সময় আওয়ামী লীগের আমলে করা তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরাতে কমিশন গঠনের পরামর্শ দিয়েছি। নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি বলে জানিয়েছি। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষের ভোগান্তি লাঘবে পদক্ষেপ নিতে বলেছি।

পার্থ আরও বলেন, আওয়ামী লীগের সময়ে তিনটি নির্বাচন অবৈধ ছিলো, সে বিষয় ব্যবস্থা নেয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী ও সমমনাদের নির্বাচন থেকে দূরে রাখা উচিৎ: পার্থ

আপডেট সময় : ০৯:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বিচার প্রক্রিয়ার বিষয় থাকলেও আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখা উচিৎ বলে মনে করছেন বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ।

আজ শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব জানান পার্থ।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার নির্বাচনমুখী হতে হবে। যেসব সংস্কার নির্বাচিত সরকারের করা উচিত সে ধরনের সংস্কারে অন্তর্বরতী সরকারের হাত দেয়া ঠিক হবে না। নির্বাচন কমিশন সংস্কারে পরামর্শ দেয়ার জন্য একটি লিয়াঁজো কমিটি গঠন করতে হবে। যাতে সংস্কার কমিশনগুলো সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলো তাদের পরামর্শ দিতে পারে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মান সম্পন্ন হতে হবে। দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা এই সরকারের দায়িত্ব। এ সময় আওয়ামী লীগের আমলে করা তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরাতে কমিশন গঠনের পরামর্শ দিয়েছি। নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি বলে জানিয়েছি। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষের ভোগান্তি লাঘবে পদক্ষেপ নিতে বলেছি।

পার্থ আরও বলেন, আওয়ামী লীগের সময়ে তিনটি নির্বাচন অবৈধ ছিলো, সে বিষয় ব্যবস্থা নেয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে।