ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউরোপীয় তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ৩৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাক্স উইক্স-এর সঙ্গে ব্রেকফাস্টের বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার গুলশানস্থ নরওয়ের রাষ্ট্রদূতের বাসায় এ মিটিং হয়।

মিটিংয়ে জামায়াতে ইসলামীর পক্ষে আরও ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন। এছাড়া নরওয়ের ডেপুটি হেড অব মিশন মিস মারিয়ান রাবে ন্যাভেলসরুড উপস্থিত ছিলেন।

জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকে চমৎকার ও সন্তোষজনক আলোচনা হয়েছে। এ সময় নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি আলোচনায় স্থান পায়। বর্তমানে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বিদ্যমান থাকায় এ ব্যাপারে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর ব্যাপারে তাদের পরামর্শ তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ইউরোপীয় তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক

আপডেট সময় : ১১:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাক্স উইক্স-এর সঙ্গে ব্রেকফাস্টের বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার গুলশানস্থ নরওয়ের রাষ্ট্রদূতের বাসায় এ মিটিং হয়।

মিটিংয়ে জামায়াতে ইসলামীর পক্ষে আরও ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন। এছাড়া নরওয়ের ডেপুটি হেড অব মিশন মিস মারিয়ান রাবে ন্যাভেলসরুড উপস্থিত ছিলেন।

জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকে চমৎকার ও সন্তোষজনক আলোচনা হয়েছে। এ সময় নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি আলোচনায় স্থান পায়। বর্তমানে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বিদ্যমান থাকায় এ ব্যাপারে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর ব্যাপারে তাদের পরামর্শ তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও তারা আশাবাদ ব্যক্ত করেন।