ইসরায়েল হামলা চালালে পুরো দায়ভার আমেরিকার: ইরান
- আপডেট সময় : ০১:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
ইসরায়েল ইরানে কোনো প্রতিশোধমূলক হামলা চালালে এর দায়ভার পুরোপুরি আমেরিকার নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। স্থানীয় সময় সোমবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এ হুঁশিয়ারি দেন।
এর আগে গত শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দেন যে, তিনি ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার বিষয়ে অবগত আছেন। এরইমধ্যে ইরানে ইসরায়েল কী ধরনের হামলা চালাতে পারে, তা নিয়ে মার্কিন গোয়েন্দাদের একটি নথি ফাঁস হয়েছে। এতে অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন।
ইসরায়েলি হামলা পরিকল্পনার নথিগুলো এমন এক সময়ে ফাঁস হলো যখন ইসরায়েল বলছে, তারা ১ অক্টোবরের ইরানের হামলার জবাব দেবে।
এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে সম্বোধন করে একটি চিঠি পাঠিয়েছেন আমির সাইদ ইরাভানি। ওই চিঠিতে হামলা নিয়ে বাইডেনের অবস্থানকে উদ্বেগজনক উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আমির সাইদ ইরাভানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন করবে। ইসরায়েলের যেকোনো আগ্রাসনকে প্ররোচিত করা, উসকানি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে বলেছেন যে, তিনি ইরানের সামরিক স্থাপনাগুলিতে আঘাত করতে চান।
প্রসঙ্গত, ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান।
এরপর থেকে ওই হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু।