আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
- আপডেট সময় : ০১:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
আমেরিকার অঙ্গরাজ্যগুলোতে পুরোদমে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ। চলবে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত। সর্বশেষ আগাম ভোট শুরু হয়েছে ফ্লোরিডা ও উইসকনসিনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।
গত সোমবার ফ্লোরিডায় আগাম ভোট শুরু হয়, উইসকনসিনে শুরু হয়েছে গতকাল। আগাম ভোট গ্রহণ মূলত নির্বাচনের দুই সপ্তাহ আগে শুরু হয়। চলে ৩ নভেম্বর পর্যন্ত। আর ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ ৪৭টি অঙ্গরাজ্যে আগাম ভোটের প্রস্তুতি চলছে।
গত সপ্তাহে জর্জিয়ায় আগাম ভোট গ্রহণ শুরু হয়। সেখানে এবার রেকর্ডসংখ্যক ভোটার ব্যালট সংগ্রহ করেন। অঙ্গরাজ্যগুলোর মধ্যে শুধু আলাবামা, মিসিসিপি ও নিউ হ্যাম্পশায়ারে আগাম ভোট হয় না। ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রেও এসব অঙ্গরাজ্যে কড়াকড়ি রয়েছে।
ইলেকশন প্রজেক্ট নামের একটি স্বতন্ত্র সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ডাকযোগে বা সরাসরি প্রায় দেড় কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন। ২০২০ সালে যে পরিমাণ ভোট পড়েছিল, এ ভোট প্রায় তার ১০ শতাংশ।