ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। গতকাল মঙ্গলবার ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে হাশেম সাফিউদ্দীনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়র্টাস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে প্রায় তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক বিমান হামলায় সাফিউদ্দিনকে হত্যা করা হয়। এটি তার মৃত্যুর প্রথম নিশ্চিতকরণ।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে। এরপরই হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা নিয়ে আলোচনায় আসেন হাসেম সাফিয়েদ্দিন। তবে ইসরাইল এখন সাফিউদ্দিনেরও মৃত্যুর কথা জানাল। ইসরাইলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ওই হামলায় সাফিউদ্দিনের সঙ্গে আলী হুসেইন হাজিমাকেও হত্যা করা হয়। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য আসেনি।

উল্লেখ্য নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করতেন সাফিয়েদ্দিন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে।

ইসরাইলি বাহিনীর অভিযোগ, সাফিউদ্দিন দীর্ঘদিন ধরে ইসরাইলের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং হিজবুল্লাহর কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সাফিউদ্দিনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছিল।

নিউজটি শেয়ার করুন

হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

আপডেট সময় : ০১:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। গতকাল মঙ্গলবার ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে হাশেম সাফিউদ্দীনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়র্টাস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে প্রায় তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক বিমান হামলায় সাফিউদ্দিনকে হত্যা করা হয়। এটি তার মৃত্যুর প্রথম নিশ্চিতকরণ।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে। এরপরই হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা নিয়ে আলোচনায় আসেন হাসেম সাফিয়েদ্দিন। তবে ইসরাইল এখন সাফিউদ্দিনেরও মৃত্যুর কথা জানাল। ইসরাইলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ওই হামলায় সাফিউদ্দিনের সঙ্গে আলী হুসেইন হাজিমাকেও হত্যা করা হয়। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য আসেনি।

উল্লেখ্য নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করতেন সাফিয়েদ্দিন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে।

ইসরাইলি বাহিনীর অভিযোগ, সাফিউদ্দিন দীর্ঘদিন ধরে ইসরাইলের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং হিজবুল্লাহর কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সাফিউদ্দিনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছিল।