তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এবার রিভিউ করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে

আজ বুধবার (২৩ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রদত্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রদত্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে রিভিউ আবেদন দায়ের করেছেন সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।’
২০১১ সালে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা হয়।