ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

একদিনের ট্যুরের জন্য ঢাকার আশেপাশে ৫ রিসোর্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • / ৩৯১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিন্তু নাগরিক জীবনের ব্যস্ততায় লম্বা ছুটি মেলা ভার। যানজটের ঝামেলার কারণে দীর্ঘ জার্নিও এড়াতে চান অনেকে। ইদানীং তাই জনপ্রিয় হয়ে উঠেছে ধারেকাছে কোথাও রিসোর্ট বুক করে ‘ডে লং ট্রিপ’ বা দিনব্যাপী ভ্রমণের আইডিয়া। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সঙ্গী, পরিবার-পরিজন অথবা বন্ধু-বান্ধব নিয়ে দিনভর কাটিয়ে আসতে পারবেন এমন কয়েকটি রিসোর্টের কথা থাকছে এখানে।

অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট পূর্বাচল
নামের মতোই এই রিসোর্টটিতে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়তি যোগ বোট হাউস বা ওয়াটার কটেজ। এখানে একদিনের গ্রুপ প্যাকেজে জনপ্রতি খরচ শুরু হবে ২১০০ টাকা থেকে, তবে শিশুদের ক্ষেত্রে এটি ১৪০০ টাকা। এই প্যাকেজের মধ্যে পাবেন সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার স্ন্যাকস।

সুইমিংপুল, কিডস জোনের পাশাপাশি রয়েছে বিশাল প্লে গ্রাউন্ডে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারম ইত্যাদি খেলার সুযোগ। এই প্যাকেজে কোনো রুম থাকছে না; তবে একসাথে ১৫ জনের বেশি গেলে কমপ্লিমেন্টারি একটি রুম সুবিধা পাবেন আপনারা। এ ছাড়া রাতে থাকছে ক্যাম্প ফায়ার এবং বার্বিকিউয়ের সুবিধা।

ঠিকানা: পূর্বাচল, কালিগঞ্জ, গাজীপুর
যোগাযোগ: ০১৭৭১৮০০৮৫১/ ০১৭৭১৮০০৭৫৩

রিভারভিউ পূর্বাচল রিসোর্ট অ্যান্ড পার্ক
ঢাকার কাছে পিকনিক স্পটের জন্য দারুণ মানানসই শীতলক্ষ্যা পাড়ের এই রিসোর্ট। কাপলদের জন্য এখানে প্যাকেজ শুরু সাড়ে চার হাজার টাকা থেকে। থাকছে তিনবেলা খাবার, রিভার ভিউ ডাইনিং স্পেস, রিভারসাইড লাউঞ্জ, সুইমিং পুল ইত্যাদি সুবিধা।

আবার বন্ধুরা মিলে গেলে এখানকার অ্যাডভেঞ্চার জোনে পাবেন বিভিন্ন অ্যাকটিভিটিজের সুযোগ।

ঠিকানা: ভোলাব ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
যোগাযোগ: ০১৮৩৩-৩৩৪৩১০

রিভেরি রিসোর্ট
প্রকৃতির মাঝে বুক ভরে নিশ্বাস নিতে চাইলে পরিবারের সবাইকে নিয়ে যেতে পারেন এই রিসোর্টে। ঢাকা থেকে এক ঘণ্টার মধ্যে এখানে পৌঁছাতে পারবেন।

এখানে রয়েছে পিকনিক, করপোরেট গেট টুগেদার, ফ্যামিলি বা গ্রুপ ডে আউট, ফ্যামিলি নাইট স্টে, বার-বি-কিউ পার্টির সুবিধা। নৌকায় ঘুরে ঘুরে মাছও ধরতে পারবেন। ডে লং প্যাকেজে রুমের ভাড়া শুরু তিন হাজার টাকা থেকে; পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য খাওয়ার কোনো খরচ দিতে হবে না।

ঠিকানা: সালনা, গাজীপুর
যোগাযোগ: ০১৭০৫৫৬৬৩৩৫, ০১৭০৫৫৬৬৩৩৬

সায়ান রিসোর্ট
মনোরম পরিবেশে একটি দিন কাটাতে যেতে পারেন সায়ান রিসোর্টে। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে একাধিক স্পট। এই রিসোর্টে সুইমিংপুল এবং লাঞ্চের প্যাকেজ রয়েছে মাত্র ৯৯৯ টাকায়। শুধু সুইমিং করতে চাইলে সে সুযোগও থাকছে।

একদিনের জন্য এখানে প্যাকেজ শুরু ২৪০০ টাকা থেকে। থাকছে তিনবেলা খাবার সহ রুম এবং সুইমিংপুল সার্ভিস। বিভিন্ন সময় এই রিসোর্ট বিশেষ ছাড় সুবিধা দিয়ে থাকে। কিছুদিন আগেই যেমন উইকডে-তে একটি প্যাকেজ ছিল মাত্র ১৪৯৯ টাকার। এজন্য নিয়মিত তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে।

ঠিকানা: সিঙ্গাইর, মানিকগঞ্জ
যোগাযোগ: ০১৮৮৬০০১১৩৩

মমতা পল্লী রিসোর্ট
শহরের কোলাহল মুক্ত এবং প্রকৃতির মায়ায় ঘেরা চমৎকার এক গন্তব্যস্থল হতে পারে মমতা পল্লী রিসোর্ট। পিকনিক, কর্পোরেট প্রোগ্রাম, রি-ইউনিয়ন অথবা শুধু ছুটি কাটানোর জন্যই এখানে বুক করতে পারেন।

এখানকার সুইমিং ডে লং প্যাকেজও শুরু ৯৯৯ টাকা থেকে যেখানে আপনি পাবেন দুপুরের খাবার, সুইমিংপুল, খেলার মাঠসহ বিভিন্ন সুবিধা।

ঠিকানা: জিরাবো, আশুলিয়া

যোগাযোগ: ০১৮৭৭৭০৩১৫৮

নিউজটি শেয়ার করুন

একদিনের ট্যুরের জন্য ঢাকার আশেপাশে ৫ রিসোর্ট

আপডেট সময় : ০১:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

কিন্তু নাগরিক জীবনের ব্যস্ততায় লম্বা ছুটি মেলা ভার। যানজটের ঝামেলার কারণে দীর্ঘ জার্নিও এড়াতে চান অনেকে। ইদানীং তাই জনপ্রিয় হয়ে উঠেছে ধারেকাছে কোথাও রিসোর্ট বুক করে ‘ডে লং ট্রিপ’ বা দিনব্যাপী ভ্রমণের আইডিয়া। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সঙ্গী, পরিবার-পরিজন অথবা বন্ধু-বান্ধব নিয়ে দিনভর কাটিয়ে আসতে পারবেন এমন কয়েকটি রিসোর্টের কথা থাকছে এখানে।

অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট পূর্বাচল
নামের মতোই এই রিসোর্টটিতে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়তি যোগ বোট হাউস বা ওয়াটার কটেজ। এখানে একদিনের গ্রুপ প্যাকেজে জনপ্রতি খরচ শুরু হবে ২১০০ টাকা থেকে, তবে শিশুদের ক্ষেত্রে এটি ১৪০০ টাকা। এই প্যাকেজের মধ্যে পাবেন সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার স্ন্যাকস।

সুইমিংপুল, কিডস জোনের পাশাপাশি রয়েছে বিশাল প্লে গ্রাউন্ডে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারম ইত্যাদি খেলার সুযোগ। এই প্যাকেজে কোনো রুম থাকছে না; তবে একসাথে ১৫ জনের বেশি গেলে কমপ্লিমেন্টারি একটি রুম সুবিধা পাবেন আপনারা। এ ছাড়া রাতে থাকছে ক্যাম্প ফায়ার এবং বার্বিকিউয়ের সুবিধা।

ঠিকানা: পূর্বাচল, কালিগঞ্জ, গাজীপুর
যোগাযোগ: ০১৭৭১৮০০৮৫১/ ০১৭৭১৮০০৭৫৩

রিভারভিউ পূর্বাচল রিসোর্ট অ্যান্ড পার্ক
ঢাকার কাছে পিকনিক স্পটের জন্য দারুণ মানানসই শীতলক্ষ্যা পাড়ের এই রিসোর্ট। কাপলদের জন্য এখানে প্যাকেজ শুরু সাড়ে চার হাজার টাকা থেকে। থাকছে তিনবেলা খাবার, রিভার ভিউ ডাইনিং স্পেস, রিভারসাইড লাউঞ্জ, সুইমিং পুল ইত্যাদি সুবিধা।

আবার বন্ধুরা মিলে গেলে এখানকার অ্যাডভেঞ্চার জোনে পাবেন বিভিন্ন অ্যাকটিভিটিজের সুযোগ।

ঠিকানা: ভোলাব ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
যোগাযোগ: ০১৮৩৩-৩৩৪৩১০

রিভেরি রিসোর্ট
প্রকৃতির মাঝে বুক ভরে নিশ্বাস নিতে চাইলে পরিবারের সবাইকে নিয়ে যেতে পারেন এই রিসোর্টে। ঢাকা থেকে এক ঘণ্টার মধ্যে এখানে পৌঁছাতে পারবেন।

এখানে রয়েছে পিকনিক, করপোরেট গেট টুগেদার, ফ্যামিলি বা গ্রুপ ডে আউট, ফ্যামিলি নাইট স্টে, বার-বি-কিউ পার্টির সুবিধা। নৌকায় ঘুরে ঘুরে মাছও ধরতে পারবেন। ডে লং প্যাকেজে রুমের ভাড়া শুরু তিন হাজার টাকা থেকে; পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য খাওয়ার কোনো খরচ দিতে হবে না।

ঠিকানা: সালনা, গাজীপুর
যোগাযোগ: ০১৭০৫৫৬৬৩৩৫, ০১৭০৫৫৬৬৩৩৬

সায়ান রিসোর্ট
মনোরম পরিবেশে একটি দিন কাটাতে যেতে পারেন সায়ান রিসোর্টে। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে একাধিক স্পট। এই রিসোর্টে সুইমিংপুল এবং লাঞ্চের প্যাকেজ রয়েছে মাত্র ৯৯৯ টাকায়। শুধু সুইমিং করতে চাইলে সে সুযোগও থাকছে।

একদিনের জন্য এখানে প্যাকেজ শুরু ২৪০০ টাকা থেকে। থাকছে তিনবেলা খাবার সহ রুম এবং সুইমিংপুল সার্ভিস। বিভিন্ন সময় এই রিসোর্ট বিশেষ ছাড় সুবিধা দিয়ে থাকে। কিছুদিন আগেই যেমন উইকডে-তে একটি প্যাকেজ ছিল মাত্র ১৪৯৯ টাকার। এজন্য নিয়মিত তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে।

ঠিকানা: সিঙ্গাইর, মানিকগঞ্জ
যোগাযোগ: ০১৮৮৬০০১১৩৩

মমতা পল্লী রিসোর্ট
শহরের কোলাহল মুক্ত এবং প্রকৃতির মায়ায় ঘেরা চমৎকার এক গন্তব্যস্থল হতে পারে মমতা পল্লী রিসোর্ট। পিকনিক, কর্পোরেট প্রোগ্রাম, রি-ইউনিয়ন অথবা শুধু ছুটি কাটানোর জন্যই এখানে বুক করতে পারেন।

এখানকার সুইমিং ডে লং প্যাকেজও শুরু ৯৯৯ টাকা থেকে যেখানে আপনি পাবেন দুপুরের খাবার, সুইমিংপুল, খেলার মাঠসহ বিভিন্ন সুবিধা।

ঠিকানা: জিরাবো, আশুলিয়া

যোগাযোগ: ০১৮৭৭৭০৩১৫৮