লেবাননে ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে

লেবাননে ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের শহর হাসবায়াতে ইসরাইলি সেনাবাহিনী একটি আবাসিক হোটেল ও বাসভবনে পৃথক হামলায় ওই তিন সাংবাদিক নিহত হন।
এর আগে ইসরাইলি সামরিক বাহিনী হোটেলটিতে গোলা বর্ষণ করার ঘটনা ঘটে। সেখানে সাংবাদিকরা ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতের খবর সংগ্রহ করছিলেন। এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে লেবাননের টিভি চ্যানেল আল জাদেদ নিউজ হামলার পরবর্তী ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে হামলার পর একটি ভবন ধ্বংস হয়ে গেছে। ভবনটির ছাদ এবং মেঝে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।