ভারতের কাশ্মীরে আবার সেনাবাহিনীর গাড়িতে হামলা, নিহত ৪
- আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
ভারতের জম্মু ও কাশ্মীরের গুলমার্গের কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছে। এছাড়া এই হামলায় দুই বেসামরিক নাগরিকও মারা গেছে। নিহত দুই বেসামরিক নাগরিক সেনাবাহিনীর পোর্টার হিসেবে কাজ করত বলে কর্মকর্তারা নিশ্চিত করেছে। এছাড়া এ হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এডটিভি।
প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর গাড়িটি গুলমার্গের কাছে বোটপাথরি এলাকায় পৌঁছালে ‘সন্ত্রাসীরা’ তাতে অতর্কিত হামলা চালায়। ‘সন্ত্রাসীদের’ হামলার জবাবে নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালায়। জম্মু ও কাশ্মীরে এক শ্রমিককে গুলি করে আহত করার কয়েক ঘণ্টা পর এই হামলা হল।
গত ৭২ ঘণ্টায় জম্মু কাশ্মিরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা এটি। তিনদিন আগে ৬ জন নির্মাণশ্রমিক ও এক চিকিৎসক হত্যার ঘটনাও ঘটে সেখানে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সেনাবাহিনীর গাড়ির উপর হামলা খুবই দু:খ ও উদ্বেগজনক জানিয়ে হতাহতেদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।