শাট ডাউন এড়ালো যুক্তরাষ্ট্র, তহবিল সংক্রান্ত বিল পাস
- আপডেট সময় : ০৬:৫২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
শাট ডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে আগামী ৪৫ দিনের তহবিল সংক্রান্ত একটি বিল পাস হলো মার্কিন প্রতিনিধি পরিষদে। শনিবার নাটকীয়ভাবে রিপাবলিকান দলীয় স্পিকার কেভিন ম্যাকার্থি প্রস্তাবিত বিলটি তিনশ’ ৩৫-৯১ ভোটে প্রতিনিধি পরিষদে পাস হয়।
পরে ইউক্রেনের জন্য আলাদা অর্থ বরাদ্দ ছাড়াই ৮৮-৯ ভোটে অনুমোদন পায় সিনেটের। শিগগিরই প্রেসিডেন্ট বাইডেনের সইয়ের মধ্য দিয়ে আইনে পরিণত হবে বিলটি। এতে ১৭ নভেম্বর পর্যন্ত ব্যয় মেটানোর মতো অর্থ পাবে মার্কিন সরকার। চাকরিচ্যুতির হাত থেকে রক্ষা পাবেন হাজার হাজার সরকারি ও সামরিক কর্মচারী। এরআগে, এক মাসের জন্য অস্থায়ীভাবে স্টপগ্যাপ বিলের প্রস্তাব করলেও নিজ দল রিপাবলিকান পার্টির বিরোধিতায় তা পাসে ব্যর্থ হন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি।
অন্যদিকে, বিল উত্থাপনে ব্যর্থতার জেরে তাকে অপসারণের হুমকি দেন ক্ষমতাসীনরাও। পাস হওয়া বিলটিরে ইউক্রেনের জন্য আলাদা অর্থ বরাদ্দ না থাকায় তা যুদ্ধে ভয়াবহ প্রভাব ফেলবে বলে দাবি ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের। তবে কিয়েভকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।