মহাকাশে বোয়িংয়ের স্যাটেলাইট বিধ্বস্ত
- আপডেট সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
সমস্যা যেন পিছু ছাড়ছে না মার্কিন মহাকাশ সংস্থা বোয়িংয়ের। কিছুদিন আগেই মহাকাশে স্টারলিংক যান পাঠিয়ে ফেরত আনার সময় সমস্যার মুখোমুখি হয়েছিল বোয়িং। ত্রুটি থাকার কারণে দুই নভোচারীকে ছাড়াই ফেরত এসেছে তাদের মহাকাশযান। সেই সমস্যা না যেতেই এবার মহাকাশে বিধ্বস্ত হয়েছে বোয়িংয়ের স্যাটেলাইট ইন্টেলস্যাট৩৩ই।
বিস্ফোরণের কারণে স্যাটেলাইটটি ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে ইউএস স্পেস ফোর্স। তবে ধ্বংসের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এদিকে সময়ের আগেই ধ্বংস হওয়ায় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় অন্য স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০১৬ সালে ইন্টেলস্যাট৩৩ই স্যাটেলাইটটি মহাকাশে পাঠায় বোয়িং। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে কাজ করত স্যাটেলাইটটি। যদিও পাঠানোর কয়েক বছরের মধ্যে স্যাটেলাইটটি একাধিক ত্রুটি ধরা পড়ে। অবশ্য পরে সমস্যাগুলো মেরামতও করা হয়েছিল।
জানা গেছে স্যাটেলাইটটি ১৫ বছর একটানা কাজ করার কথা ছিল। তবে মেয়াদ শেষের আগেই মহাকাশে বিধ্বস্ত হলো ইন্টেলস্যাট৩৩ই। তাই পূর্বপ্রস্তুতি না থাকায় স্যাটেলাইটটি ধ্বংসের কারণে বিভিন্ন দেশের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত মহাকাশে বোয়িংয়ের বিধ্বস্ত স্যাটেলাইটটির প্রায় ২০টি টুকরার সন্ধান পাওয়া গেছে। এবং আরও ধ্বংসাবশেষ খোঁজ চালু রয়েছে।