রাষ্ট্রপতির পদত্যাগ দাবি সিটিজেন রাইটস মুভমেন্টের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগসহ বিগত সরকারের অনুগত সকল বিচারপতির অপসারণের দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা এ দাবি জানায়।
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ২০ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
এ সময় সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবি তোলেন তারা। এছাড়াও আগামী নির্বাচনে না ভোটের প্রবর্তন এবং সরকারি চাকরিতে পেনশন পদ্ধতি বাতিলের দাবিও তোলে সিটিজেন রাইটস মুভমেন্ট।