১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমানে নির্বাচন নিয়ে আস্থার শঙ্কট রয়েছে: সিইসি

২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিতর্কের চাপ বর্তমান নির্বাচনের কমিশনের ওপর পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বর্তমানে নির্বাচন নিয়ে আস্থার শঙ্কট রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বক্তব্য রাখার আগে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি কাজী হাবিবুর আউয়াল।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোথাও আস্থার সংকট তৈরি না হয় আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ এবং স্বচ্ছ করতে বর্তমান কমিশন চ্যালেঞ্জ নিয়েছে।

মাঠপ্রশাসনের কর্মকর্তাদের শক্তভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিইসি বলেন, কঠোরভাবে সবার দায়িত্ব পালন পর্যেবক্ষণ করা হবে।

বর্তমানে নির্বাচন নিয়ে আস্থার শঙ্কট রয়েছে: সিইসি

আপডেট : ০৬:৫৭:৩৮ পূর্বাহ্ন, রোববার, ১ অক্টোবর ২০২৩

২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিতর্কের চাপ বর্তমান নির্বাচনের কমিশনের ওপর পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বর্তমানে নির্বাচন নিয়ে আস্থার শঙ্কট রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বক্তব্য রাখার আগে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি কাজী হাবিবুর আউয়াল।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোথাও আস্থার সংকট তৈরি না হয় আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ এবং স্বচ্ছ করতে বর্তমান কমিশন চ্যালেঞ্জ নিয়েছে।

মাঠপ্রশাসনের কর্মকর্তাদের শক্তভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিইসি বলেন, কঠোরভাবে সবার দায়িত্ব পালন পর্যেবক্ষণ করা হবে।