‘বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার’
- আপডেট সময় : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোক্তা অধিকার সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অন্তবর্তী সরকার করপোরেট গোষ্ঠীর হাতে জিম্মি নয় উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করে যেসব ব্যক্তি অপরাধ করেছে তাদের বিচারেরে আওতায় আনা হবে। একইসঙ্গে ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দিতে ঋণ দেয়ার পাশাপাশি সবরকম সহায়তা করবে সরকার। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, উৎপাদক যাতে ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করা হবে। পণ্য নিয়ে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারীও দেন তিনি।