ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতা নজরুলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ভাসানী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান। তিনি বলেন, সরকার কয়েক বছর পূর্বেও পাঠ্যপুস্তক থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী বাদ দিয়েছে। পুনরায় তা অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, এ সরকারের প্রধান কাজ মানুষের দৈনন্দিন সংকটের সমাধান করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষকে প্রভাবিত করে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘদিন লড়াই করে বহু সহযোদ্ধার রক্তের বিনিময়ে যে পরিবর্তন অর্জিত হয়েছে তা সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য সুদৃঢ় করা দরকার।

নিউজটি শেয়ার করুন

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতা নজরুলের

আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ভাসানী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান। তিনি বলেন, সরকার কয়েক বছর পূর্বেও পাঠ্যপুস্তক থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী বাদ দিয়েছে। পুনরায় তা অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, এ সরকারের প্রধান কাজ মানুষের দৈনন্দিন সংকটের সমাধান করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষকে প্রভাবিত করে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘদিন লড়াই করে বহু সহযোদ্ধার রক্তের বিনিময়ে যে পরিবর্তন অর্জিত হয়েছে তা সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য সুদৃঢ় করা দরকার।