ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি: জাতিসংঘ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানের সামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু করে তারা এই হামলা চালিয়েছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

রোববার (২৭ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এই হামলার পর জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, “তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা ও নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকা উচিত।”

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। আইডিএফ দাবি করে, ইরান থেকে আসা ধারাবাহিক হামলার জবাবেই এই আক্রমণ চালানো হয়েছে। তারা জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের এয়ার ডিফেন্স ফোর্সের বিবৃতিতে বলা হয়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে এই হামলা হয়েছে। তারা দাবি করে, এসব হামলাকে সাফল্যের সঙ্গে প্রতিরোধ করা হয়েছে, তবে কিছু স্থানে সীমিত ক্ষতি হয়েছে।

ইসরায়েলের এই হামলা নিয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ইসরায়েল আত্মরক্ষার অংশ হিসেবে এই আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের বিমান হামলার পর তাদের বিমান নিরাপদে ফিরে গেছে বলেও জানিয়েছে আইডিএফ।

ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে এই হামলা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি: জাতিসংঘ

আপডেট সময় : ১২:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানের সামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু করে তারা এই হামলা চালিয়েছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

রোববার (২৭ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এই হামলার পর জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, “তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা ও নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকা উচিত।”

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। আইডিএফ দাবি করে, ইরান থেকে আসা ধারাবাহিক হামলার জবাবেই এই আক্রমণ চালানো হয়েছে। তারা জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের এয়ার ডিফেন্স ফোর্সের বিবৃতিতে বলা হয়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে এই হামলা হয়েছে। তারা দাবি করে, এসব হামলাকে সাফল্যের সঙ্গে প্রতিরোধ করা হয়েছে, তবে কিছু স্থানে সীমিত ক্ষতি হয়েছে।

ইসরায়েলের এই হামলা নিয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ইসরায়েল আত্মরক্ষার অংশ হিসেবে এই আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের বিমান হামলার পর তাদের বিমান নিরাপদে ফিরে গেছে বলেও জানিয়েছে আইডিএফ।

ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে এই হামলা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।