ইসরায়েল ‘উপযুক্ত সময়ে’ জবাব পাবে: ইরানি সেনাপ্রধান
- আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গতকাল শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলি হামলায় চারজন ইরানি সেনার নিহত হওয়ার খবর দিল তেহরান। এ হামলার প্রতিশোধ প্রসঙ্গে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুলরাহিম মৌসাভি বলেছেন, ইসরায়েল ‘উপযুক্ত সময়ে’ এ হামলার জবাব পাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার ভোর থেকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল। এর কয়েক ঘণ্টার মাথায় হামলার ‘সমাপ্তি’ ঘোষণা করে ইসরায়েল।
১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
এ হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে ইরান প্রতিজ্ঞাবদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরকারি ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, আমরা এর আগেও আমাদের সংকল্প রক্ষার প্রমাণ দিয়েছি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজকে বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’
হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় ১ অক্টোবর ইসরায়েলে প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি আমেরিকা।