জেসিয়ার পোশাকে চব্বিশের গণঅভ্যুত্থান
- আপডেট সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
বিভিন্ন লুকে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মঞ্চ মাতিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জেসিয়া ইসলাম। সারাবিশ্বের ৭০ জন প্রতিযোগীর মধ্যে সেরা হওয়ার লড়াইয়ে টিকেছিলেন তিনি। এরই অংশ হিসেবে র্যাম্পে বিভিন্ন লুকে হাজির হয়েছেন।
কখনও পোশাকের মাধ্যমে উত্তাপ ছড়িয়েছেন, আবার কখনও পোশাক-পরিচ্ছদে ছিল প্রতিবাদের বার্তা। বিশ্বমঞ্চে তিনি তুলে ধরেছেন জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের একগুচ্ছ স্লোগান। মূলত গণঅভ্যুত্থানের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো নিজের গাউনে তুলে ধরেছিলেন জেসিয়া।
সোনালী রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছিল জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’।
ইনস্টাগ্রামে সেই ছবিগুলো শেয়ার করে জেসিয়া লিখেছেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম, সেগুলো আমরা ভুলব না।’
প্রসঙ্গত, এবারের মিস গ্র্যান্ড আসরে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা। প্রথম রানারআপ হয়েছেন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানারআপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানারআপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। আর জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকায়। সেখানেই শেষ হয়েছিল এই মডেলের যাত্রা। তবে বিশ্বমঞ্চে আরও একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি।
এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জেসিয়া। তারপরই শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমায় একটি অতিথি চরিত্রে দেখা যাবে তাঁকে।