কমলা হ্যারিসের আইকিউ কম বলে উপহাস ট্রাম্পের
- আপডেট সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
কমলা হ্যারিসের আইকিউ কম বলে উপহাস করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রোববার নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এসময় অভিবাসীদের নিয়েছে আবারও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তারা অমানুষ ও রক্তপিপাসু। এছাড়া ক্যারবিয়ান দ্বীপাঞ্চল পুয়েত্রো রিকোর বাসিন্দাদের আমেরিকার ভাসমান আবর্জানা বলে হেয় করেছে ট্রাম্প শিবির।
সমাবেশের বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এ সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না।’
৫ই নভেম্বরের ভোটে জয়ী হলে অপরাধীদের হামলা থেমে যাবে বলে প্রতিদ্রুতি দেন ট্রাম্প। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস খুবই কম আইকিউসম্পন্ন।
এসময় তিনি অবৈধ অভিবাসীদের অমানুষ ও রক্তপিপাসু বলে অভিহিত করেন ট্রাম্প। বলেন, বাইডেন প্রশাসন অবৈধ অভিবাসীদের পেছনে সব টাকা খরচ করছে বিধায়, হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খরচ করার টাকা নেই। ক্ষমতায় এলে, আমেরিকায় আসা অপরাধীদের আগ্রাসন বন্ধ করবো। ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন কর্মসূচি চালু করার ঘোষণাও দেন রিপাবলিকান এই প্রার্থী।
এছাড়া প্রেসিডেন্ট হলে বিশ্বের ইতিহাসে আমেরিকাকে সবশ্রেষ্ঠ অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্র“তি দেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এসময় মুদ্রাস্ফীতির অবসান ঘটিয়ে জীবনযাবন ব্যয় স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্র“তিও দেন তিনি।
এর আগে, সমাবেশে নিউইয়র্কের একসময়ের মেয়র ও ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী রুডি জিলিয়ানি বলেন, ইসরাই-ফিলিস্তিন যুদ্ধের সময় কমলা হ্যারিস সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কমলা হ্যারিস ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফ বক্তব্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘লাতিনোরা সন্তানের জন্ম দিতে ভালোবাসে।’ তিনি যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলেছেন।
ট্রাম্প শিবিরের বর্ণবাদী আচারণ করায় ক্যারিবিয় নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পুয়ের্তো রিকোর সংগীতশিল্পী রিকি মার্টিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘তারা আমাদের নিয়ে এমনটাই ভাবে।’ যদিও পুয়ের্তো রিকোর বাসিন্দারা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিতে পারেন না। তবে পুয়ের্তো রিকো থেকে যারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে চলে গেছেন, তারা নির্বাচনে পুরোপুরি অংশ নিতে পারেন। তাদের মধ্যে অনেকেই পেনসিলভানিয়ার বাসিন্দা।
ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ইমেইলে জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনী সমাবেশে।