শেখ হাসিনা সরকারের শেষ সময়ে কমেছিল জিডিপি প্রবৃদ্ধি
- আপডেট সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের শেষ সময়ে জিডিপি প্রবৃদ্ধি কমে গিয়েছিল। গত ২০২৩-২৪ অর্থবছরের শেষ প্রান্তিক এপ্রিল-জুনে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৯১ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের চার প্রান্তিকের মধ্যে সবচেয়ে কম। এটি আগের অর্থবছরের একই প্রান্তিকের প্রায় অর্ধেক।
গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে।
এতে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৮৮ শতাংশ। সবশেষ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয় কৃষি খাতে। এই খাতে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ২৭ শতাংশ।
এ ছাড়া শিল্প খাতে ৩ দশমিক ৯৮ শতাংশ এবং সেবা খাতে ৩ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। গত মে মাসে বিবিএস পুরো অর্থবছরে ৫ দশমিক ৮২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রাক্কলন করেছিল। যদিও, প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব এখনো প্রকাশ করেনি বিবিএস।