‘কানাডায় হামলার পরিকল্পনার পেছনে অমিত শাহ’
- আপডেট সময় : ০২:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলার পরিকল্পনার পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন বলে গুরুতর অভিযোগ তুলেছে কানাডা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স বলেছে, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলা পরিকল্পনার সঙ্গে অমিত শাহ জড়িত থাকার প্রথম খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। সংবাদপত্রটি জানায়, কানাডার কর্মকর্তারা অভিযোগ করেছেন যে তিনি এসব ঘটনার পেছনে রয়েছেন।
গতকাল মঙ্গলবার কানাডার উপ-পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডেভিড মরিসন একটি সংসদীয় কমিটিকে জানান, তিনি ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন অমিত শাহ এসব পরিকল্পনার পেছনে রয়েছেন।
ডেভিড মরিসন বলেন, ‘ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে উনিই (অমিত শাহ) সেই ব্যক্তি কিনা। আমি তাকে নিশ্চিত করেছি যে তিনিই সেই ব্যক্তি।’ তবে এর বেশি আর কিছু জানাননি তিনি।
রয়টার্স বলেছে, এ ব্যাপারে মন্তব্য জানতে অটোয়ায় ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলার বিষয়ে কানাডার আগের অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার। ভারত সরকার স্পষ্ট করে বলেছে, এ ধরনের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
গত ১৪ অক্টোবর কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে ‘স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি’ বলে উল্লেখ করে কানাডার মাউনটেড পুলিশ। এতে চরম প্রতিক্রিয়া দেখিয়ে ভারত সরকার কানাডার ৬ কূটনীতিককে বহিষ্কার করে। একই দিন ভারত সরকার কানাডা থেকে তার হাইকমিশনার ও অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদেরও প্রত্যাহারের ঘোষণা দেয়। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের সংসদে হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারত জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছিলেন।
২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে খুন হন নিজ্জার। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করে কানাডা। যদিও ভারতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।
নিজ্জার খুনে জড়িত সন্দেহে কয়েকজন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)। এরপর চলতি বছরের এপ্রিলে কানাডার নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা সংস্থা (সিএসআইএস) তদন্ত রিপোর্টের একটি অংশ প্রকাশ করে। তাতে দাবি করা হয়, ২০১৯ ও ২০২১-এর সাধারণ নির্বাচনকে প্রভাবিত করতে পাকিস্তান ও ভারত গোপনে সক্রিয় ছিল।